মেখলিগঞ্জ ২৩ অক্টোবরঃ মেখলিগঞ্জ ব্লকের রাণীরহাট গ্রামপঞ্চায়েতের সারোহাটি এলাকায় আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। বুধবার মেখলিগঞ্জ মহকুমা আইনি পরিসেবা কমিটির উদ্যোগে এই আইনি সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয়। এই বিষয়ে কমিটির পার্শ্ব আইন সহায়ক নারায়ণ চন্দ্র রায় বলেন, বাল্যবিবাহ, নারী পাচার রোধ ইত্যাদি সহ আইন সংক্রান্ত নানা বিষয়ে এদিন আলোচনা করা হয়েছে।