ডালখোলা: সাধারণ গ্রাহকরা দোকান থেকে সঠিক পরিমাপে জিনিস পাচ্ছে কী না তা খতিয়ে দেখতে ডালখোলার(Dalkhola) বিভিন্ন দোকানে অভিযান চালাল লিগ্যাল মেট্রোলজি আধিকারিকরা। শুক্রবার পুলিশকে সঙ্গে নিয়ে লিগ্যাল মেট্রোলজি উত্তরবঙ্গের ডেপুটি কন্ট্রোলারের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এদিন শহরের বিভিন্ন দোকানে দ্রব্য পরিমাপ যন্ত্রের পরীক্ষা করার পাশাপাশি দোকানদারদের সচেতন করেন। গ্রাহকরা যাতে ন্যায্য মূল্যে ন্যায্য ওজনের জিনিস ক্রয় করতে পারে তার উপর জোর দিতেই এধররনের অভিযান করা হয়ে থাকে বলে জানান উত্তর দিনাজপুর জেলার লিগ্যাল মেট্রোলজি ইন্সপেক্টর সুবল পাল। পাশাপাশি এই বিভাগের উত্তরবঙ্গের ডেপুটি কন্ট্রোলার উৎপল বিশ্বাস জানান, মূলত দোকানদারদের ওজন যন্ত্র সঠিক কী না তা দেখতে মাঝেমধ্যেই এ ধরণের অভিযান চালানো হচ্ছে। এছাড়া প্রতিটি দোকানদার তাঁদের ওজন যন্ত্র সময় মতো নবীকরণ করেছেন কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : আবর্জনার স্তূপে দুয়ারে সরকারের নথি, ক্ষুব্ধ আদিবাসীরা