কলকাতা: প্রয়াত প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। সাড়ে তিন মাস ধরে ডায়ালিসিস চলছিল। একবালপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার ভোররাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলা তথা ভারতের কিংবদন্তি ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিক। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যার পাশাপাশি বুকে সংক্রমণ হয়েছিল ময়দানের সকলের প্রিয় ভোম্বলদা’র। চিকিৎসা চলছিল তাঁর। এশিয়াডে শেষ পদকজয়ী ফুটবলারের অসুস্থতার খবর সামনে আসতেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অফিসে সুভাষ ভৌমিকের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। ক্রীড়ামন্ত্রী ছাড়াও আলোচনায় বসেন মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার, মহামেডান কর্তা কামারুদ্দিন প্রমুখ। কিন্তু শেষ রক্ষা হল না। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াজগতে।
আরও পড়ুনঃ এবার স্কুল-কলেজ খোলার জন্য জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে