বানারহাট, ১৫ ফেব্রুয়ারিঃ চিতাবাঘের আক্রমণে জখম হলেন এক যুবক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে বানারহাট থানার বন্ধ রেডব্যাংক চা বাগানে। জখম ওই যুবকের নাম প্রেমতুষ ওরাওঁ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিন জখম অবস্থায় ওই যুবককে প্রথমে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের তরফে জখম ওই যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে। বাগানটিতে এতদিন হাতির উৎপাতে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। এবার নতুন করে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ায় অসন্তোষ প্রকাশ করেন বাগানের বাসিন্দারা।
ভ্যালেন্টাইন্স ডে-তে গোরুকে আলিঙ্গন করুন, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় সংস্থার
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোরুকে জড়িয়ে ধরুন ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবসে (Valentines Day) । বিজ্ঞপ্তি জারি করে এমনই আর্জি...
Read more