চালসা: বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ (Leopard)। মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ঘটনা। জানা গিয়েছে, প্রায় দু’সপ্তাহ আগে কিলকোট চা বাগানে কাজ করার সময় শ্রমিকরা ভালুক দেখতে পান বলে দাবি করেন। বনকর্মীরা এসে ভালুকের খোঁজ চালালেও কোনও হদিস মেলেনি। এরপর ভালুক ধরার জন্য বন দপ্তরের তরফে বাগানের ১২ ও ১৩ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় খাঁচা পাতা হয়। সেই খাঁচায় শনিবার চিতাবাঘটি ধরা পড়ে। এদিন ভোরে স্থানীয়রা এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখেন একটি চিতাবাঘ খাঁচার মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছে। খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে খাঁচাবন্দি চিতাবাঘটিকে গরুমারার উদ্দেশে নিয়ে যায়।
আরও পড়ুন : এলাকা দখলের লড়াই দুই চিতাবাঘের, পরাস্ত হয়ে ভয়ে একটি চড়ল গাছের মগডালে