হাসিমারা: ডুয়ার্সের সুভাষিনী চা বাগানে বনদপ্তরের পেতে রাখা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। এনিয়ে দু’সপ্তাহের মধ্যে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হল। শনিবার ভোরে কিছু শ্রমিক বাগানের এ-৩৪ নম্বর সেকশনে চিতাবাঘটিকে খাঁচাবন্দি অবস্থায় দেখে বিষয়টি বাগানের ম্যানেজার এবি রায়কে জানান। এরপর ম্যানেজার বনদপ্তরে খবর দেন।
জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের অধীন নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন। নীলপাড়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার ধীরাজ কামি বলেন, ‘পুরুষ চিতাবাঘটিকে মাদারিহাটের খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।’
বাগানের ম্যানেজার এবি রায় বলেন, ’প্রায় দু’সপ্তাহ আগে একই এলাকায় চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল। শনিবার আরও একটি চিতাবাঘ খাঁচায় ধরা পড়েছে। শ্রমিক লাইন লাগোয়া এ-৩৪ সেকশনে পেতে রাখা খাঁচায় এদিন চিতাবাঘ বন্দি হয়েছে। তবে বাগানে আরও দু-একটি চিতাবাঘ দেখা গিয়েছে। শ্রমিকদের আতঙ্ক দূর করতে কাজ শুরুর আগে আমরা পটকা ফাটানোর ব্যবস্থা করেছি।’ বনদপ্তর সূত্রে খবর, ওই বাগানে ফের খাঁচা বসানো হতে পারে।