সমীর দাস, হাসিমারা: চা বাগানে চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগানে। মঙ্গলবার বাগানের প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের পচাগলা দেহ দেখতে পান কয়েকজন শ্রমিক। তারা বক্সা ব্যঘ্র প্রকল্পের অধীন হ্যামিল্টনগঞ্জ রেঞ্জে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত চিতাবাঘের দেহটি উদ্ধার করেন।
আরও খবর: ক্রেতা নেই তরমুজের, চিন্তায় চাষিরা
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে চিতাবাঘটির অন্তত একমাস আগে মৃত্যু হয়েছে। দেহটিতে পচন ধরে যাওয়ায় বনকর্মীদের দেহটি উদ্ধার করতে সমস্যায় পড়তে হয়। হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের রেঞ্জ অফিসার অমলেন্দু মাঝি বলেন, ‘চিতাবাঘটির মৃত্যু কীভাবে হল তা জানতে তদন্ত শুরু হয়েছে। বনদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’