বীরপাড়াঃ খাবারের খোঁজে এসে মানুষের তাড়া খেয়ে সটান শিমুল গাছের মগডালে উঠে পড়ল একটি চিতাবাঘ। বীরপাড়া দেবীশিমুল এলাকার ঘটনা। দলগাঁও বন দপ্তর ও জলদাপাড়া দপ্তরের ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা এসে চিতাবাঘটিকে নামানোর চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০টা নাগাদ চিতাবাঘটি দলমোড় বনাঞ্চল থেকে বেরিয়ে দেবীশিমুল এলাকায় ঢুকে পড়ে। চিতাবাঘটিকে দেখতে পেয়ে চিৎকার জুড়ে দেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় চিতাবাঘটি একটি শিমুল গাছের মগডালে উঠে পড়ে। খবর দেওয়া হয় দলগাঁও বন দপ্তরে। ঘটনাস্থলে পৌঁছান বনকর্মী ও বীরপাড়া থানার পুলিশ কর্মীরা। তবে এখনও পর্যন্ত চিতাবাঘটি নামেনি। তবে চিতাবাঘটিকে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্কোয়াডের কর্মীরা। গাছের চারদিকে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন (বন্যপ্রাণ) সীমা চৌধুরী জানান, চিতাবাঘটিকে নামানোর চেষ্টা করা হচ্ছে। তবে লকডাউন উপেক্ষা করেই চিতাবাঘ দেখতে সেখানে ভিড় জমান সাধারণ মানুষ। যদিও পরিস্থিতি সামাল দেয় পুলিশ।