কোচবিহার: লোকালয়ে মিলল চিতাবাঘের দেখা। রাজকীয় ভঙ্গিতে হেঁটে চলেছে শহরের রাস্তায়। কখনও বা ঢুকে পড়ছে কারও বাড়িতে। সাতসকালে এমন ঘটনায় তাজ্জ্বব কোচবিহারবাসী। মূহুর্তে আতঙ্কে কাঁটা হয়ে যান সকলে। কোচবিহার শহরের তিন নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, একটি বাড়ির বাথরুমের সামনে প্রথম দেখা যায় চিতাবাঘটিকে। দেখেই চিৎকার জুড়ে দেন ওই বাড়ির বাসিন্দারা। মুহুর্তে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। অনেকই জানতে পেরে বাড়ির দরজা জানলা বন্ধ করে দেন। খবর দেওয়া হয় বন দপ্তরে।
বন দপ্তরের আধিকারিক এবং পশুপ্রেমী সংস্থার সদস্যরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে যান। এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয় ১৪৪ ধারা। পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য তথা প্রত্যক্ষদর্শী সুমন্ত সাহা জানান, চিতাবাঘটিকে আটক করার চেষ্টা চললেও এখনও সেটিকে ধরা সম্ভব হয়নি। বন দপ্তরের কর্মী ও কোতোয়ালি থানার পুলিশের একটি বিশাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পাশাপাশি পৌঁছেছে বন দপ্তরের রেসকিউ টিম। ১৪৪ ধারা জারির বিষয়ে প্রশাসনের তরফে এলাকায় মাইকিং করা শুরু হয়েছে।
আরও পড়ুনঃকোচবিহারের মধুপুরধাম পরিদর্শনে সস্ত্রীক অসমের মুখ্যসচিব