ময়নাগুড়ি, ২২ এপ্রিলঃ রবিবার রাতে ফের চিতাবাঘের দেখা মিলল ময়নাগুড়ির কলাখাওয়ার টারিতে। কলাখাওয়ার টারির বাসিন্দা গৌতম রায় ডাকুয়া বাড়ির সামনে চিতাবাঘটিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয়রা সেখানে পৌঁছলে চিতাবাঘটি জঙ্গলে ঢুকে যায়। বনদপ্তর সূত্রে খবর গোটা এলাকার উপর নজর রাখা হয়েছে। এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই শান্তিনগর এলাকায় চিতাবাঘকে ঘোরাফেরা করতে দেখা যায়। শুক্রবার বিকেলে শান্তিনগর পাড়ার দু’জন চিতাবাঘের আক্রমণে জখম হন। তাঁরা বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। সেই রাতেই ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘকে জালবন্দি করে বনদপ্তর। স্থানীয়দের ধারনা ওই এলাকায় আরও চিতাবাঘ লুকিয়ে রয়েছে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
- Advertisement -
সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী