ময়নাগুড়ি, ২৬ এপ্রিলঃ সাতসকালে বাড়ির উঠোনে তিনটি চিতাবাঘ দেখে চমকে উঠলেন বৃদ্ধ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ময়নাগুড়ির রায়নগর পাড়ায়।
এদিন সকালে রায়নগর পাড়ার গ্রাম পঞ্চায়েত সদস্যা গীতা রায়ের শ্বশুর সুভাষ চন্দ্র রায় ঘুম থেকে উঠে দরজা খুলেই বাড়ির উঠোনে তিনটি চিতাবাঘকে দাঁড়িয়ে থাকতে দেখে চিত্কার শুরু করেন। বাঘগুলি বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। এদিকে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামশাই মোবাইল রেঞ্জের বিট অফিসার ভূপতি শীল সহ বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের তরফে খাঁচা পাতার ব্যবস্থা করা হয়েছে।
- Advertisement -