কৌশিক শীল, বানারহাট : মঙ্গলবার ভোরে চুনাভাটি চা বাগানে বনদপ্তরের পাতায় খাঁচাবন্দী হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। উল্লেখ্য, বানারহাট থানার চামুর্চি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত এই চুনাভাটি চা বাগানে বেশ কিছুদিন ধরেই চিতাবাঘের উপদ্রব ছিল। একাধিক শ্রমিক চিতাবাঘের হামলায় আক্রান্ত হয়েছিলেন। এক শ্রমিকের মৃত্যুও হয়েছিল সপ্তাহ দুয়েক আগে।
বনদপ্তর থেকে খাঁচা পাতা হলেও কিছুতেই বন্দী করা যাচ্ছিল না চিতাবাঘটিকে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছিল। তবে এদিন বাগানের ম্যানেজারের বাংলোর ঠিক পেছনে ৩৫ নম্বর সেকশনে পাতা খাঁচায় একটি চিতাবাঘ খাঁচাবন্দী হওয়ায় স্বস্তি ফিরেছে বাগানের শ্রমিক সহ সাধারণ বাসিন্দাদের মনে। এদিন চিতাবাঘের খাঁচাবন্দী হবার খবর পেয়ে বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা গিয়ে সেটিকে উদ্ধার করে আনেন।
রেঞ্জার অর্ঘ্যদীপ রায় জানান, চিতাবাঘটির শারীরিক পরীক্ষার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।