রণজিৎ বিশ্বাস, রাজগঞ্জঃ অজানা জন্তুর পায়ের ছাপকে ঘিরে চিতাবাঘের আতঙ্ক ছড়াল রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার সকালে পিপলিপাড়া এলাকায় চাষের জমি এবং একটি বাড়িতে ওই পায়ের ছাপ দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার রাতে ওই এলাকা থেকে কিছুটা দূরে তেলিপাড়া গ্রামে চিতাবাঘ দেখা গিয়েছে। রাতে চিতাবাঘটি পিপলি পাড়ার দিকে চলে যায়। স্থানীয় বাসিন্দা টিংকু দেব অধিকারী বলেন, ‘আমাদের বাড়িতে চিতাবাঘের পায়ের ছাপ রয়েছে। এছাড়াও পাশের চাষের জমি ও চা বাগানে চিতাবাঘের পায়ের ছাপ দেখা যায়।’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত সহ বনকর্মীরা। তবে তল্লাশি চালিয়ে চিতাবাঘের সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আধঘন্টার ঝড়ে লন্ডভন্ড চামুর্চি
আরও পড়ুনঃ রায়গঞ্জে একাধিক প্রাইমারি স্কুলে অনলাইনে পঠনপাঠন শুরু
রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, ‘এখন চিতাবাঘের প্রজননের মরশুম। এটি চিতাবাঘের পায়ের ছাপ বলে মনে হচ্ছে। প্রজননের জন্যে সম্ভবত চিতাবাঘটি লোকালয়ে আসতে পারে। তবে এলাকায় তল্লাশি চালিয়ে চিতাবাঘের সন্ধান পাওয়া যায়নি। ওই এলাকায় খাঁচা পাতা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে।’