নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে শুক্রবার জাতির উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনতা কারফিউয়ের মত আগামী রবিবার রাত ৯টায় ঘরের আলো ৯ মিনিট নিভিয়ে রেখে মোমবাতি বা ফ্ল্যাশলাইট জ্বালাতে বলেছেন তিনি। এরপর থেকেই শুরু হয়েছে নানারকম জল্পনা। গুজব ছড়িয়েছে, বিদ্যুতের ব্যবহার যথেষ্ট পরিমাণে কম হওয়ার আশঙ্কায় পাওয়ার গ্রিডের কাজ বন্ধ হয়ে যেতে পারে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন ও যুক্তি উঠে এসেছে। হঠাৎ চাহিদা হ্রাসের ফলে পাওয়ার গ্রিডে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে যুক্তি দিয়েছেন অনেকেই।
এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রকের আধিকারিকরা স্পষ্টভাবে জানিয়েছেন, ৯ মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে রাখার কারণে পাওয়ার গ্রিড প্রভাবিত হবে না বা বিদ্যুৎকেন্দ্রগুলি বন্ধ থাকবে না। ওই আধিকারিক বলেন, ‘কেউ একজন এইসব ভুল তথ্য ছড়িয়েছে। পাওয়ার গ্রিড এই কারণে কখনই বন্ধ হয়ে যাবে না। এসব তথ্য একেবারে মিথ্যে’। বিদ্যুৎ মন্ত্রক থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, বর্তমানে সারা দেশে বিদ্যুতের চাহিদা প্রায় ১ লক্ষ ২৫ হাজার ৮১৭ মেগাওয়াট (২ এপ্রিল, ২০২০-এর তথ্য অনুসারে)। লকডাউনের কারণে সারাদেশে বর্তমান পিক আওয়ারের চাহিদা আগের বছরের তুলনায় প্রায় ৪৩ হাজার মেগাওয়াট কম। গত বছরের একই সময়ে এই পরিমাণটা ছিল প্রায় ১ লক্ষ ৬৮ হাজার ৫০০ মেগাওয়াট।
#PIBFactCheck : No need to worry, adequate protocols/arrangements are in place to handle the variation in demand when people switch off their lights for #9Baje9Minutes tomorrow ie Sunday on the PM's appeal to show solidarity over #Covid_19india #IndiaFightsCorona pic.twitter.com/1VlJJChfcp
— PIB India #StayHome #StaySafe (@PIB_India) April 4, 2020
বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৫ এপ্রিল যখন ৯ মিনিটের জন্য জনগণের তরফে আলো নেভানো হবে তখন এই চাহিদা ১ লক্ষ মেগাওয়াট থেকে কমে ৯০ হাজার মেগাওয়াটে নেমে আসতে পারে। অর্থাৎ সেই সময় কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম খরচ হতে পারে। বিশেষজ্ঞরা জানান, ‘যদি হঠাৎ করেই চাহিদা বৃদ্ধি বা হ্রাস ঘটে থাকে, তবে এটি একটি উদ্বেগের বিষয় হতো। তবে যেহেতু বিষয়টি আগে থেকেই জানা রয়েছে তাই চিন্তার কোনও কারণ নেই। এমন পরিস্থিতিতে পাওয়ার গ্রিড কম লোডের জন্য প্রস্তুত থাকবে। যেমনটা রোজ সন্ধ্যা বা সকালে হয় তেমনই ঘটবে রবিবার রাত ন’টায়। তাই এইসব বিভ্রান্তিমূলক গুজব উপেক্ষা করা উচিত।’