কলকাতা: বৃহস্পতিবার ভবানীপুর, সামশেরগঞ্জ, জঙ্গিপুর কেন্দ্রে ভোট হয়েছে। এদিন সকাল থেকেই ভবানীপুরের দিকে সকলের নজর ছিল। কারণ এই কেন্দ্রে হাইভোল্টেজ উপনির্বাচনে ঘাসফুল শিবিরের প্রার্থী হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন প্রিয়াংকা টিবরেওয়াল। বাম প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন শ্রীজীব বিশ্বাস। এদিন বিকেল ৫টা পর্যন্ত ভবানীপুরে ৫৩.৩২ শতাংশ ভোট পড়েছে। জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও বৃহস্পতিবার ভোট হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত সামশেরগঞ্জে ৭৮.৬০ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, জঙ্গিপুরে ভোট পড়েছে ৭৬.১২ শতাংশ। অর্থাৎ কম ভোট পড়েছে ভবানীপুরেই। ৩ অক্টোবর ফল ঘোষণা।
West Bengal | Polling in 3 Assembly Constituencies was held today. Total voter turnout figures at 5 pm – Bhabanipur bypolls 53.32% ; Samerganj polls- 78.60% & Jangipur polls- 76.12% pic.twitter.com/Igugowkuxr
— ANI (@ANI) September 30, 2021