নয়াদিল্লি: সারা বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অদ্ভুত সব ঘটনা। ২০২০ সালে গোল্ড প্লেটেড বার্গারের পর এবার ভাইরাল হল গোল্ড প্লেটেড মিঠাই। এই মিষ্টির দাম প্রতিকেজি ১৬ হাজার টাকা। দিল্লির মৌজপুরের শগুন নামে মিষ্টির দোকানে গোল্ড প্লেটেড এই মিঠাই বিক্রি হচ্ছে। সম্প্রতি সেই মিষ্টির ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওকে ঘিরে তোলপাড় নেটদুনিয়া। ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যে ১১ মিলিয়ন ভিউ হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে মাওয়া মিঠাইয়ের উপর খাওয়ার যোগ্য সোনার মোড়ক ব্যবহার করা হচ্ছে। দুটি গোল্ড লিফ বা মোড়ক মাওয়া মিঠাইয়ের উপর লেপে দিচ্ছেন বিক্রেতারা। এরপর ছোট ছোট চৌকো করে কেটে তা রাখা হচ্ছে আলাদা করে। সবশেষে মিঠাইয়ের উপর এক চিমটে করে জাফরন দিয়ে পরিবেশন করা হচ্ছে ক্রেতাদের।
আরও পড়ুন : ইজরায়েলে বিস্ময়! এবার গাড়ি চালাবে মাছেরা
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial