কলকাতা: করোনায় আক্রান্ত বাংলা চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। বর্তমানে তাঁর বয়স ৭৯ বছর। অভিনেত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে হোম আইসোলেশনেই রয়েছেন তিনি।
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, গত শনিবার থেকে তাঁর জ্বর আসে। পরিবারের সদস্যদের পরামর্শে করোনা পরীক্ষা করান তিনি। এরপরেই রিপোর্ট পজিটিভ আসে। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে জ্বর, শ্বাসকষ্ট বর্তমানে নেই। বর্ষীয়ান অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবরে ইন্ডাস্ট্রিতে উদ্বেগ ছড়িয়েছে। কলাকুশলীদের মধ্যে অনেকেই অভিনেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।
- Advertisement -