গান্ধীনগর: গুজরাটের গির-সোমনাথ জেলার পাশওয়ালা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি একটি সিংহ উদ্ধার করা হয়। খাবারের খোঁজে সিংহটি স্কুলে ঢুকে পড়েছিল বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিংহটি কিছু গবাদিপশুকে শিকারের মতলবে ছিল। তা দেখে গবাদিপশুগুলির মালিক চিৎকার শুরু করলে সিংহটি পালিয়ে যায়। পরে সেটি স্কুলে ঢুকে যায়। স্থানীয়রা বিষয়টি বনদপ্তরে জানান। স্কুল থেকে বোরোনোর সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়। বেশ কয়েকবার চেষ্টার পর ঘুম-পাড়ানি গুলিতে কাবু করে সিংহটিকে যশোধর অ্যানিমাল রেসকিউ সেন্টারে পাঠানো হয়। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
Lion comes to school to get himself enrolled👍
lion entered a primary school building in Una village in Somnath https://t.co/ScNHtBEvhb was captured & released back in the forest. pic.twitter.com/jB58IMkjiE
— Susanta Nanda IFS (@susantananda3) May 3, 2020
ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বনদপ্তরের আধিকারিক আইএফএস সুশান্ত নন্দা। তিনি রসিকতা করে টুইটারে লেখেন, ‘সিংহটি স্কুলে ভর্তি হতে এসেছিল।’ সেই পোস্ট ভাইরালও হয়। একজন মন্তব্য করেন, ’মিড-ডে মিল খেতে এসেছিল সিংহটি।’ অন্যদিকে, পাশওয়ালা রেঞ্জের বনকর্মীরা জানান, গির-সোমনাথ এলাকাটি সিংহদের আবাসস্থল। তাই লোকালয়ে সিংহের বেরিয়ে আসা এখানে কোনো নতুন ঘটনা নয়।