মোথাবাড়ি: প্রায় ২৫০ বোতল বেআইনি মদ বাজেয়াপ্ত করল মোথাবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, মোথাবাড়ি থানার অন্তর্গত সাকুল্লাপুরের জোত কস্তুরী এলাকায় অভিযান চালিয়ে গৌতম চৌধুরির বাড়ি থেকে এগুলি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, প্রশাসনের চোখের আড়ালে রমরমিয়ে চলছিল এই বেআইনি মদের ব্যবসা। গোপন সূত্র মারফত খবর পেয়েই ওই বেআইনি মদের ঠেকে হানা দেয় পুলিশ। দেশি এবং বিদেশি মিলিয়ে মোট ২৫০ বোতল মদ বাজেয়াপ্ত হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩০-৩৫ হাজার টাকা। গৌতম চৌধুরিকে গ্রেপ্তার করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
আরও পড়ুন : জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৫