শিলিগুড়ি: একটি দশ চাকার ট্রাকে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ অবৈধ মদ উদ্ধার করল শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। ঘটনায় গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রের খবর, অরুণাচলপ্রদেশে থেকে ওই মদ বিহারে পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ এদিন বিকেলে চম্পাসারি স্টেট গেস্ট হাউজের সামনে ট্রাকটিকে আটক করে। ভূষির বস্তার আড়ালে ট্রাকে মদ পাচার করা হচ্ছিল। মদ পাচারচক্রে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
- Advertisement -