সামসী: প্রয়াত কবি মহম্মদ রফিকুর রহমানের স্মৃতিচারণায় এক সাহিত্য সমাবেশ অনুষ্ঠিত হল। রবিবার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মশালদহ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত তুলশিয়াঘাট গ্ৰামে কবির নিজ বাসভবনে এই অনুষ্ঠান হয়। এই সমাবেশের আয়োজন করে এইচ আর ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউট। সমাবেশের শুভ সূচনা করেন বিশিষ্ট প্রবীন সাহিত্যিক মহসিন আলি। এদিন সাহিত্য সমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমূল হোসেন, সাহিত্যিক ও নাট্যকার এম ওয়াহেদুর রহমান, কবি মহম্মদ আবদুর রহমান, কবি সরিফুল ইসলাম সহ অন্যান্যরা।
সমাবেশে বিভিন্ন সাহিত্যিক, প্রাবন্ধিক, কবিরা মহম্মদ রফিকুর রহমানের কবিতা, প্রবন্ধ, নাটক ও উপন্যাসের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। এছাড়াও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্র-ছাত্রীরাও কবি মহম্মদ রফিকুর রহমানের কবিতা গান ছড়া ও নাটক অভিনয় করে। সমাবেশে সাহিত্যিক ও নাট্যকার এম ওয়াহেদুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক মহসিন আলি এবং কবি ও প্রাবন্ধিক জহির-উল-ইসলাম মহাশয়দের “কবি মহম্মদ রফিকুর রহমান স্মারক সম্মাননা” প্রদান করা হয়।