গয়েরকাটা, ২৪ এপ্রিলঃ লকডাউনের সুযোগে নাথুয়া, দুরামারি সহ পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের বেশ কয়েকটি হাট ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে কালোবাজারি করছে বলে অভিযোগ উঠেছে। এরপরই অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে জলপাইগুড়ি জেলা আইনী পরিসেবা কর্তৃপক্ষের তরফে স্থানীয় নাথুয়া হাট ও দুরামারির বাজারের বিভিন্ন মুদিখানার দোকানে অভিযান চালানো হল। শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্যারালিগ্যাল ভলেন্টিয়ার বিশ্বজিৎ রায় এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন।
এলাকার হাট-বাজার, সবজি, মাছ, মাংস, ডিম, এমনকি মুদিখানা দোকানও তিনি এদিন পরিদর্শন করেছেন। পাশাপাশি, বাজার দর সম্পর্কেও খোঁজ নিয়েছেন। ক্রেতা ও ব্যাবসায়ীদের তথ্যের ওপর ভিত্তি করে, দামের তালিকা নিজস্ব ডায়েরিতে লিপিবদ্ধ করেছেন। একইসঙ্গে কালোবাজারির অভিযোগ এলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও দোকানদারদের উদ্দেশ্যে হুশিয়ারি দেওয়া হয়েছে।
জেলা আইনী পরিসেবা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এদিনের হাটে কিছু ব্যবসায়ী মুড়ির দাম ১০ টাকা বেশী, ২৫ কেজির চালের বস্তায় ৫০ টাকা বেশী এবং লবন বেশি দামে বিক্রি করেছেন বলে অভিযোগ পেয়ে, এমন অভিযান চালানো হয়েছে৷ শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্যারালিগ্যাল ভলেন্টিয়ার বিশ্বজিৎ রায় জানিয়েছেন, অভিযানে যেসকল তথ্য সংগ্রহ করা হয়েছে, তা উপযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের কাছ পাঠানো হবে।