চালসা: মেটেলি ব্লকের কুর্তি নদীর ভাঙনের জেরে সমস্যায় রয়েছেন বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি এলাকার বাসিন্দারা। নদী ভাঙন রোধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
নদীর পাশেই রয়েছে কৃষিজমি সহ একটি খেলার মাঠ ও বাগান। মাঠের পাশেই রয়েছে জনবসতিপূর্ণ এলাকা। ভাঙনের জেরে ইতিমধ্যে ওই এলাকায় বহু কৃষিজমি নদীগর্ভে চলে গিয়েছে। দ্রুত ভাঙন রোধে কোনও ব্যবস্থা না নেওয়া হলে আরও কৃষিজমি, খেলার মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভোটের সময় নেতারা এসে নানা প্রতিশ্রুতি দিলেও ভোট মিটতেই আর কোনও কাজ হয় না বলে অভিযোগ করেন তাঁরা। এদিকে সেখানকার অধিকাংশ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল। ভাঙন রোধে এলাকায় স্থায়ী বাঁধ তৈরির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই বিষয়ে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতেন রায় জানান, গ্রাম পঞ্চায়েতের তরফে বিষয়টি সেচ বিভাগকে জানানো হয়েছে।
আরও পড়ুন : চা বাগানে কাজ করবে রোবট, ড্রোনে কীটনাশক