তুফানগঞ্জ: বেহাল রাস্তা পাকা করার দাবিতে সরব হলেন স্থানীয়রা। তুফানগঞ্জ (Tufanganj) ১ এর অন্দরানফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের ৯/১৯০ নম্বর বুথের চিলারায়গড় ডাকুয়াপাড়া এলাকার ঘটনা। রাজ আমলের ঐতিহাসিক স্থাপত্য চিলারায়গড়। কোচবিহারের রাজা তৎকালীন সময়ে শিকারের জন্য এসে এখানেই বিশ্রাম নিতেন। এই চিলারায়গড়ে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি পাকা শ্মশান। স্থানীয়দের অধিকাংশ এই রাস্তাটি প্রতিদিন ব্যবহার করেন। প্রায় ৭০০ মিটার রাস্তা দু’দশকের বেশি সময় ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় কৃষকদের উৎপাদিত পণ্য তুফানগঞ্জ শহরে বিক্রির জন্য নিতে হলে অধিক ভাড়া গুনতে হয়। বেহাল রাস্তার কারণে কোনও যানবাহন ঢুকতে চায় না। রাস্তাটি পাকা করার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। এই বিষয়ে অন্দরানফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত প্রধান ধরনীকান্ত বর্মন জানান, শীঘ্রই রাস্তাটি পাকা করা হবে।
এগারোটার পরেও খোলেনি স্কুল, ফোন করে পরিদর্শককে নালিশ দিদির দূত পার্থপ্রতিমের
দিনহাটাঃ 'দিদির দূত' হিসাবে গ্রামে এসে দেখলেন ১১ টা পেরিয়ে গেলেও স্কুলের গেট খোলেনি। ছাত্রছাত্রীরা বাইরে দাঁড়িয়ে আছে। এতেই ক্ষোভ...
Read more