অভিরূপ দে, ময়নাগুড়ি : লকডাউনের মধ্যে খোলা রাখা হয়েছে হ্যাচারি। সেখানে প্রতিনিয়তই বাইরের থেকে প্রচুর লোকের আনাগোনা লেগে রয়েছে। ফলে করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থেকে যাচ্ছে। এই অভিযোগ তুলে দীর্ঘসময় ধরে এশিয়ান হাইওয়ে অবরোধ করলেন গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সরস্বতী সেতু সংলগ্ন আশ্রম মোড়ে।
এদিন দুপুর ২টো থেকে অবরোধ শুরু হয়। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সড়কে প্রচুর গাড়ি দাঁড়িয়ে যায়। ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে৷ ওই হ্যাচারির কর্মীদের বক্তব্য, তাঁদের কাছে হ্যাচারি চালানোর মত উপযুক্ত অনুমতি রয়েছে।
যদিও গ্রামবাসীদের বক্তব্য, হ্যাচারিতে বাইরে থেকে ট্রাকে করে প্রতিদিন সামগ্রী আসছে। সেই ট্রাকের কর্মীরা বাইরে ঘোরাফেরা করছে। হ্যাচারিতেও স্থানীয় এবং বহিরাগত প্রচুর কর্মী কাজ করেন। তাঁদের মাধ্যমেও এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পরার সম্ভাবনা রয়েছে। সেকারনে আপাতত করেকদিন এই হ্যাচারির কাজ বন্ধ রাখা হোক।
পুলিশ গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করছে। ময়নাগুড়ি থানা সূত্রে জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে অবরোধ তোলার চেষ্টা চলছে।