হাসিমারা: এলাকার দিন মজুরদের পাশে দাঁড়ালেন কালচিনি ব্লকের পুরানো হাসিমারা দুর্গা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দারা। পিংকি প্রসাদ, বিনোদ শা , সরবেশ প্রসাদ, বাবলু সা এই চার জন বাসিন্দা লকডাউন চলাকালীন এলাকার ভবঘুরে ও দিন মজুরদের দুপুরে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার থেকেই তাঁরা সিদ্ধান্ত কার্যকর করা শুরু করেছেন। এদিন এলাকায় প্রায় ৫০ জন দিন মজুর ও ভবঘুরেকে খিচুড়ি রান্না করে খাওয়ান তাঁরা।
এলাকার বাসিন্দা পিংকি প্রসাদ বলেন, ‘আমরা আমাদের দৈনন্দিন খরচে কাটছাঁট শুরু করেছি। উদ্দেশ্য একটাই এলাকার কোন ভবঘুরে বা দিন মজুর যাতে অভুক্ত না থাকেন’। এলাকার বাসিন্দা বিনোদ সা বলেন, ‘এমন বিপর্যয়ের সময় আমরা মানুষের সামান্য উপকারতো করতেই পারি। এইটুকু মানবতা নিয়েই এলাকার দুস্থদের প্রতিদিন খবার খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। যদি এরপর দিন মজুর ও ভবঘুরের সংখ্য বেড়ে যায় তবুও লকডাউন না ওঠা পর্যন্ত আমরা সবার খাবারের ব্যবস্থা করব’।