দেওয়ানহাট: গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে পিকনিক এবং এলাকার সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ রাখার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় বাসিন্দারা সোমবার কোচবিহার-১ ব্লকের হাঁড়িভাঙ্গা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পাশাপাশি বিক্ষোভ দেখাতে শুরু করে প্রত্যেকে। এর জেরে গ্রাম পঞ্চায়েত প্রধান শংকর দেবনাথ কার্যালয়ের ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কোতোয়ালি থানার পুলিশ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল লেগে রয়েছে। এদিনের ঘটনার পেছনেও দলের একটি গোষ্ঠীর মদত রয়েছে বলে জানা গিয়েছে।