ফালাকাটা: আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তায় নিম্নমানের কাজের অভিযোগ আনলেন গ্রামবাসীরা। বারবার অভিযোগ জানিয়েও সুরাহা না মেলায় অবশেষে শনিবার পথ অবরোধ করলেন উত্তর মেজবিল ও যোগেন্দ্রনগর এলাকার বাসিন্দারা। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই অবরোধ।
ফালাকাটা-সোনাপুর জাতীয় সড়কের মেজবিল বাসস্ট্যান্ড থেকে উত্তর শালকুমারহাটের ভাণ্ডারী মোড় পর্যন্ত প্রায় ৬.৫ কিমি রাস্তা অনেকদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। পুজোর আগে তড়িঘড়ি রাস্তা মেরামতের কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তা ঢালাইয়ের একদিন পর থেকেই পিচের ঢালাই উঠতে শুরু করে। কিছুদিন আগে এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে ঠিকাদারি সংস্থার ম্যানেজারকে ঘেরাও করেন বাসিন্দারা। অভিযোগ, ওই এলাকায় ইঞ্জিনিয়ার পাঠানোর কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনও ইঞ্জিনিয়ার এসে পৌঁছোয়নি। অবিলম্বে রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার জানান, তাঁর কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। তবে বিষয়টি তিনি জেলা পরিষদের স্থানীয় সদস্য শ্যামারাণী বর্মনের কাছে শুনেছেন। ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।