রায়গঞ্জ: প্রায় ছ’মাস ধরে আটকে রয়েছে নোংরা জল। স্থানীয় কাউন্সিলার, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান এবং দুয়ারে সরকার শিবিরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। এর প্রতিবাদে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
রায়গঞ্জ (Raiganj) পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রায় ১৫০টি বাড়ির উঠোনে নোংরা জল থৈথৈ করছে বলে অভিযোগ। নালার ব্যবস্থা না থাকায় ওয়ার্ডের রাস্তাঘাটও নোংরা জলে ভরে থাকছে। নর্দমার জল মারিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এলাকায় ডেঙ্গি ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।
রায়গঞ্জ পুরসভার প্রশাসনিক বোর্ডের মুখ্য প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, ‘বাসিন্দারা কিছু সত্যি কথা বলছেন। কমরেড জ্যোতি বসু একসময় বলেছিলেন, অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ংকর। আসল কথাটা ওনারা বলতে ভুলে গিয়েছেন। কারণ ওনাদের পাশেই ছিল রেলের বড় নয়ানজুলি। স্বাধীনতার পর থেকে নয়ানজুলি দেখেছি। রেলওয়ে ডিপার্টমেন্ট নয়ানজুলি বন্ধ করে দেওয়ায় জল আটকে পড়েছে। আমি এই নিয়ে প্রতিবাদ জানিয়েছি। ওই ওয়ার্ডে ডেঙ্গি হয়নি। কিন্তু আমাদের প্রশ্ন, জমা জল থাকবে কেন? রেলমন্ত্রক মাটি ভরাট করে সেখানে বিল্ডিং বানিয়েছে।’ যদিও দুর্গাপুজোর আগেই এলাকার জল বের করে দেওয়ার আশ্বাস দেন তিনি।