পারডুবি: দীর্ঘদিন ধরে সজলধারা প্রকল্পে গড়ে তোলা জলাধার থেকে পানীয় জল না মেলায় সমস্যায় পড়েছেন মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের চার গ্রামের বাসিন্দা সহ পার্শ্ববর্তী এলাকার প্রায় ১০ হাজার বাসিন্দা। সমস্যায় জেরবার খলাইগ্রাম, মাটিয়ারকুঠি, ভোজনেরছরা, ভেরভেরি, মানাবাড়ি সহ বেশকিছু এলাকার বাসিন্দারাও। জানা গিয়েছে, সজলধারা প্রকল্পের জমিদাতা আনন্দ মোদককে পাম্প অপারেটর হিসেবে চাকরি দেওয়া হয়। প্রায় আট মাস বেতন না পেয়ে জল পরিষেবা বন্ধ রেখেছেন তিনি। আনন্দ মোদকের অভিযোগ, স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানালেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। বেতন না পেলে তাঁর পক্ষে পরিষেবা দেওয়া সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেন তিনি। জানা গিয়েছে, প্রায় ছয় বছর আগে এলাকায় পারডুবি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সজলধারা প্রকল্পে পানীয় জলের জলাধার গড়ে তোলা হয়। স্থানীয় চারটি গ্রামে ১৮০টি ট্যাপকল বসিয়ে শুরু হয় পানীয় জলের পরিষেবা। দীর্ঘদিন ধরে পানীয় জল না পেয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।কারণ তাঁদের বাধ্য হয়ে নলকূপের অপরিস্রুত, আয়রনযুক্ত জল পান করতে হচ্ছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে ব্লকের বিডিও উজ্জ্বল সর্দার জানান বিষয়টি খতিয়ে দেখে দ্রুত জলের পরিষেবা চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial