চালসা: প্রায় মাস দুয়েক আগে প্রবল বৃষ্টিতে ভেঙে যায় বাঁধ। মেরামতের দাবি সংশ্লিষ্ট মহলে জানিয়েও কোনও কাজ হয়নি। স্বেচ্ছায় বাঁধ মেরামতের উদ্যোগ নিলেন স্থানীয়রা। মেটেলি(Matelli) ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি বর্মন পাড়ার দিঘিরপার এলাকার ঘটনা।
জানা গিয়েছে, বাঁধ ভাঙার ফলে ওই এলাকার কৃষকরা জমিতে জল পাচ্ছিলেন না। জলের অভাবে এখনও ওই এলাকার বহু কৃষক ধান রোপন করতে পারেননি। এলাকায় বাঁধ মেরামতের দাবি কৃষকরা লিখিতভাবে সংশ্লিষ্ট মহলে জানিয়েও কোনও কাজ হয়নি। তাই নিজেদের উদ্যোগে কৃষক ও স্থানীয়রা বাঁধ সংস্কারের কাজে নামেন। এই বিষয়ে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতেন রায় জানান, ওই বাঁধ মেরামতের অনুমোদন না মেলায় এখনও কাজ শুরু হয়নি। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।