লন্ডন: প্রধানমন্ত্রী বরিস জনসন ফের ইংল্যান্ডে লকডাউন ঘোষণা করলেন৷ ইংল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পেরিয়ে যাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হল৷ এই মুহূর্তে ইংল্যান্ডে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বলে মনে করছে বিশেষজ্ঞরা। গোটা ইউরোপের মধ্যে ব্রিটেনেই এখনও অবধি করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি৷ এক দিনে ইংল্যান্ডে ২০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে৷ বিশেষজ্ঞরা সতর্কবার্তা জারি করে জানিয়েছে, খারাপভাবে হলে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে যাবে৷
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগেই এক মাস দ্বিতীয় পর্বের লকডাউনের খবর প্রকাশের পরই বরিস জনসন তড়িঘড়ি ইংল্যান্ডে দ্বিতীয় পর্বে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে লকডাউন শুরু হয়েছে ২ ডিসেম্বর পর্যন্ত লকডাউন থাকবে৷ এদিন সাংবাদিক সম্মেলনে বরিস জনসন জানান, এখন এটা পদক্ষেপ নেওয়ার সময় আর কোনও বিকল্প নেই৷ সম্মেলনে তাঁর সঙ্গে ছিলেন প্রধান মেডিকেল অফিসার ক্রিস হুয়িটি এবং প্রধান সায়েন্টিফিক অ্যাডভাইসর প্যাট্রিক ভ্যালান্সে৷
সেখানকার মানুষকে বিশেষ কারণ ছাড়া কোনওভাবেই বাড়ির বাইরে বেরোতে দেওয়া হবে না৷ পড়াশুনো, কাজ, ব্যায়াম, নিত্য প্রয়োজনীয় জিনিস ও ওষুধপত্র কেনার পাশাপাশি অথর্বদের সেবার জন্য ছাড় দেওয়া হবে৷ অত্যাবশকীয় পণ্য, স্কুল, বিশ্ববিদ্যালয় খোলা থাকবে৷ পাব ও রেস্তোঁরা বন্ধ থাকবে৷ টেক অ্যাওয়ে পরিষেবা খোলা থাকবে৷