কৌশিক শীল, বানারহাট : বানারহাট এলাকার দুস্থ ভবঘুরেদের খাওয়ানোর উদ্যোগ নিল বানারহাট ক্ষুদিরামপল্লীর জুনিয়ার স্পোর্টিং ক্লাব। বুধবার দুপুরে ক্লাবের সদস্যরা বানারহাট কলোনী, হাটখোলা সহ বিভিন্ন এলাকার ১০০টি দুস্থ পরিবারের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেন। মেনুতে ছিল ভাত, ডাল, ডিম, ও চাটনি।
ক্লাব সদস্য সুবীর দাস বলেন, ‘খাবার আগে স্যানিটাইজার দিয়ে সকলের হাত ভালো করে ধুইয়ে দেওয়া হচ্ছে। যতদিন লক ডাউন চলবে, ততদিন এই উদ্যোগ জারি থাকবে।’ পাশাপাশি তাঁরা নিজেরাও সামাজিক দূরত্ব মেনে চলছেন বলে জানান তিনি।