কলকাতাঃ রাজ্যে লকডাউন ঘোষণা করেছে সরকার। রবিবার বিকেলে নবান্ন থেকে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার অর্থাত্ ২৩ মার্চ বিকেল ৫টা থেকে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে এই লকডাউন। লকডাউন চলাকালীন যাবতীয় জরুরি পরিষেবা চালু থাকবে। খোলা থাকবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানও। সংবাদপত্র, বৈদ্যুতিন মাধ্যম, স্বাস্থ্য, অ্যাম্বুলেন্স, পুলিশ ও দমকলের মতো জরুরি পরিষেবাগুলি লকডাউনের আওতার বাইরে থাকছে। সংবাদকর্মীরাও লকডাউনের আওতার বাইরে। খোলা থাকবে ব্যাংক এবং এটিএম।
- একনজরে লকডাউনঃ
- সব মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন সরকার।
- জরুরি পরিষেবা ছাড়া সব অফিস, দোকানপাট বন্ধ থাকবে। বাণিজ্যিক প্রতিষ্ঠান, কারখানা, ওয়ার্কশপও বন্ধ থাকবে।
- গণ পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ থাকবে। ট্রেন বাসের পাশাপাশি অটোরিকশা, ট্যাক্সি বন্ধ থাকবে। কেবলমাত্র হাসপাতালের গাড়ি-অ্যাম্বুলেন্স, বিমানবন্দর, স্টেশন ও বাসস্ট্যান্ড থেকে আসা-যাওয়ার জন্য গাড়ি চলবে। অত্যবশকীয় পণ্য পরিবহণের গাড়িও চলবে।
- চাল-ডাল-তেল-নুনের মতো খাদ্যসামগ্রীর জন্য মুদির দোকান ও রেশন দোকান খোলা রাখা হবে। অত্যাবশ্যক পরিষেবা যেমন পানীয় জল, ওষুধের দোকান, দুধ ইত্যাদি খোলা থাকবে।
- বিদেশ থেকে ফেরা সমস্ত যাত্রীকে বাধ্যতামূলকভাবে বাড়িতে কোয়ারান্টিনে থাকার কথা বলা হয়েছে।
- পাবলিক প্লেসে একসঙ্গে সাত জন বা তার বেশি মানুষ জটলা করা যাবে না।
- দমকল, পেট্রল পাম্প, শ্মশান, কবরস্থান, হাসপাতাল, প্যাথলজি ল্যাব, বিপর্যয় মোকাবিলার পরিষেবা মিলবে।
- জেলাগুলির কোন কোন এলাকায় লকডাউনঃ
- দার্জিলিং- দার্জিলিং, কার্শিয়াং ও শিলিগুড়ি
- কালিম্পং- জেলা সদর শহর
- জলপাইগুড়ি- জেলা সদর শহর
- কোচবিহার- জেলা সদর শহর
- আলিপুরদুয়ার- জেলা সদর শহর , জয়গাঁ
- উত্তর দিনাজপুর- গোটা জেলা
- দক্ষিণ দিনাজপুর- জেলা সদর শহর
- মালদা- গোটা জেলা
- মুর্শিদাবাদ- গোটা জেলা
- নদিয়া- গোটা জেলা
- বীরভূম- সমস্ত পুরসভা এলাকা
- পশ্চিম বর্ধমান- গোটা জেলা
- পূর্ব বর্ধমান- জেলা সদর শহর, কালনা, কাটোয়া
- পুরুলিয়া- জেলা সদর শহর
- বাঁকুড়া- জেলা সদর শহর, বরজোড়া, বিষ্ণুপুর
- পশ্চিম মেদিনীপুর- জেলা সদর শহর,খড়্গপুর শহর, ঘাটাল শহর
- ঝাড়গ্রাম- জেলা সদর শহর
- পূর্ব মেদিনীপুর- জেলা সদর শহর , হলদিয়া, দিঘা, কোলাঘাট, কাঁথি
- হাওড়া- গোটা জেলা
- হুগলি- জেলা সদর শহর,চন্দননগর, উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, আরামবাগ
- দক্ষিণ ২৪ পরগনা- ডায়মন্ড হারবার, ক্যানিং, সোনারপুর, বারুইপুর, ভাঙড়, বজবজ, মহেশতলা
- উত্তর ২৪ পরগনা- সল্টলেক, নিউ টাউন-সহ সমস্ত পুর এলাকা
- কলকাতা- পুরো কর্পোরেশন এলাকা