দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ : ১২ এপ্রিল উত্তর দিনাজপুর জেলার প্রতিটি মণ্ডলে একসঙ্গে খাদ্যসামগ্রী বণ্টন করার উদ্যোগ নিয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। ইতিমধ্যে প্রতিটি মণ্ডল সভাপতিদের এবিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে।
বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, ‘প্রতিটি মণ্ডল সভাপতিকে বলা হয়েছে নিজ নিজ এলাকার বুথস্তরে একেবারে গরীব মানুষের তালিকা তৈরি করতে। যে সমস্ত পরিবারের উনুন জ্বলছে না, সেই সমস্ত মানুষের নাম লিস্ট করে তাদের হাতে আগে থেকে কুপন দিতে হবে। তার ভিত্তিতে ১২ এপ্রিল সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বণ্টন করতে হবে। প্রতিটি মণ্ডলকে ২০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী দিতে হবে।’
তিনি জানান, এই খাদ্যসামগ্রী বণ্টনের জন্য আগে থেকেই খাদ্যসামগ্রী সংগ্রহ করে খাদ্য ভান্ডার তৈরি করে রাখতে হবে। দরকার হলে আরও খাদ্যসামগ্রী সংগ্রহ করে মজুদ করতে হবে। একই সময়ে সমস্ত মন্ডলে খাদ্য সামগ্রী দেওয়া হবে।
এদিকে রবিবার রায়গঞ্জ শহর উত্তর মণ্ডলের উদ্যোগে ৮ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকায় প্রায় দুই শতাধিক দুস্থ মানুষের হাতে চাল, ডাল, আলু, তেল সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। শহর মণ্ডলের সভাপতি অভিজিৎ যোশী জানান, তাঁরা রবিবার থেকে শহরের দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী দেওয়া শুরু করলেন। এই কর্মসূচী লাগাতার চলবে।