দিনহাটা: লকডাউনের জেরে কাজ বন্ধ দিনহাটার যৌনপল্লির কর্মীদের। ফলে সমস্যায় পড়েছেন তাঁরা।
জানা গিয়েছে, দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডে রয়েছে যৌনপল্লিটি। যৌনকর্মীরা সেখানে বাড়িভাড়া দেওয়ার পাশাপাশি নিজেদের খাবারের ব্যবস্থা করে থাকেন। কিন্তু করোনা মোকাবিলায় গত ৪০ দিন ধরে গোটা দেশে লকডাউন চলায় তাঁদের কাজ বন্ধ রয়েছে। জানা গিয়েছে, দিনহাটার যৌনপল্লিতে শতাধিক বাইরের মহিলা রয়েছেন যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত। ত্রাণ মিললেও তা দিয়ে তাঁদের চলছে না। বাড়ি ভাড়া দেওয়া তো দূরের কথা, খাবার যোগার করতে হিমসিম খেতে হচ্ছে। তাই বাড়িতে ফিরতে চাইছেন তাঁরা।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দেওয়া ত্রাণ দিয়ে কোনওরকমে দিন চলছে। কিন্তু ক্রমশ লকডাউন বেড়ে চলায় এভাবে বেশিদিন চলা সম্ভব না। তাই এবার নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাইরে থেকে আসা কর্মীরা। ইতিমধ্যে অনেকেই বাড়ি ফিরতে চেয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন।
এই বিষয়ে দিনহাটা পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, ‘এই পরিস্থিতিতে এখানে থাকাটাও কষ্টকর। তবে সত্যিই তাঁরা যেতে চাইলে পুলিশের কাছে অনুমতি নিতে হবে।’