সামসী : দেশকে করোনা মুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে লকডাউন ঘোষণা করেন। এই লকডাউন ঘোষণায় রুজির টানে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এ রাজ্যের হাজার হাজার শ্রমিক এখনও আটকে আছেন ভিন রাজ্যে। গ্রামে থাকা পরিবারের কাছে সাহায্যের জন্য কাকুতি মিনতি করছেন তাঁরা। তবে উপায় নেই। লকডাউনে সমস্ত যানবাহন বন্ধ। বন্ধ ট্রেন পরিসেবাও।
লকডাউনের জেরে কলকাতায় আটকে পড়া চাঁচলের দুই শ্রমিক অবশ্য থেমে থাকেননি। সুদূর কলকাতা থেকে সড়ক পথে প্রায় ৪০০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে নির্মাণকর্মীর কাজ করতে যাওয়া ওই দুই যুবক সোমবার রাতে বাড়ি ফিরল। তাঁরা হলেন হীরা সেখ (২৫) ও সালাম আলি (১৮)।
জানা গিয়েছে, হীরা ও সালামের বাড়ি চাঁচল-১ ব্লকের মকদমপুর হাজাতপুর গ্রামে। তাঁরা জানান, শনিবার দুপুরে একটি সাইকেল নিয়ে তাঁরা কলকাতার নিউটাউন থেকে বাড়ির উদ্দেশে বেরিয়ে পড়েন। সঙ্গে ছিল মুড়ি ও দু বোতল জল। তাঁদের বিভিন্ন জেলাগুলির সীমানায় নাকা চেকিং-এর শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
রাতের বেলা শহরের বিভিন্ন ফুটপাতে তাঁরা বিশ্রাম নিয়েছেন। কয়েকবার ঘুমিয়েছেন। প্রায় ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে ৭২ ঘন্টা পর যাত্রা শেষ হল তাঁদের। সোমবার রাতে ওই দুই বন্ধু বাড়ি ঢুকতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারের লোকজন।
তথ্য ও ছবি : মুরতুজ আলম।