নয়াদিল্লি: করোনা প্রতিরোধে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর। মাঝরাত থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা প্রধানমন্ত্রীর। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই মারণ রোগ থেকে বাঁচতে একটাই রাস্তা, সামাজিক দূরত্ব বজায় রাখা। বিভিন্ন রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সারা দেশেই লকডাউন দরকার। সেই লক্ষ্যেই আজ রাত ১২টা থেকেই দেশজুড়ে টোটাল লকডাউন করা হচ্ছে।
তিনি আরও বলেন, আপনারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে থাকুন। রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করুন। এই ২১ দিন না মানলে ভারত ২১ বছর পিছনে চলে যাবে। ১৫ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। করোনা ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, কো-কোই, রো-রোড, না-না নিকলে। এই লকডাউনে জরুরি পরিষেবা আওতার মধ্যে পড়বে না।
এই লকডাউনকে একপ্রকার কার্ফিউ বলা যেতে পারে। ২১ দিন বাড়ি থেকে না বেরোনোর জন্য প্রধানমন্ত্রীর হাত জোড় করে অনুরোধ দেশবাসীর কাছে।