বিদেশ বসু, মালবাজার : প্রথম বর্ষ বাসন্তী পুজোর আরাধনায় ব্রতী হয়েছেন মাল শহরের রামকৃষ্ণ কলোনির দত্ত পরিবার। এদিন চন্ডী পাঠ করা হয়। নিরাপদ দূরত্ব মেনে পরিবারের সদস্যরাও উপস্হিত ছিলেন। ঘট পুজোও হয়েছে।
বাড়ির প্রধান নিতাই দত্তের কথায়, ‘দীর্ঘদিন ধরেই নিজেদের বাড়িতে মায়ের আরাধনা করার ইচ্ছা ছিল। এবার সকলে মিলে সেই পুজো শুভারম্ভ করার পরিকল্পনা নিচ্ছিলাম। কিন্তু শেষ সময়ে আমরা সকলেই এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হই।’
তিনি জানান, বর্তমানে মানবজাতি এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। করোনা ভাইরাসের মোকাবিলায় গোটা দেশ লকডাউনের আওতায়। প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে আবদ্ধ। সেদিকে লক্ষ্য রেখে এবার পুজোতেও কাটছাট করা হয়েছে, শুধুমাত্র পুজোটাই হচ্ছে। নিজেরাই প্রতিবেশী পরিবারের সদস্যদের প্রসাদ পৌঁছে দেব।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী ও আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করা হয়নি। প্রথমে ঠিক ছিল নবমীপুজোর দিন মায়ের ভোগ হবে, সেই সঙ্গে সকলকে প্রসাদ বিতরণ করা হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেই প্রক্রিয়ায় পরিবর্তন করতে হয়েছে।
দত্ত পরিবারের আরেক সদস্য বলেন, ‘আমরা সকলে মিলে মায়ের কাছে একটাই প্রার্থনা করি, যাতে আমরা সকলেই খুব তাড়াতাড়ি দৈনন্দিন অবস্থায় ফিরে যেতে পারি। সকলে মিলে মিশে একসঙ্গে নিজ নিজ কর্মক্ষেত্রে যেতে পারি।’