নয়াদিল্লি: ১৪ এপ্রিল লকডাউন তোলা সম্ভব নয়। সর্বদলীয় বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে আদৌ লকডাউন প্রত্যাহার করা সম্ভব নয়। তা যুক্তিসঙ্গত হবে না বলেও জানান তিনি। বিভিন্ন রাজনৈতিক দলগুলির সংসদীয় নেতাদের সঙ্গে বুধবারের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী প্রথমে দেশে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। তারপর সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের প্রতিনিধিদের বক্তব্য শোনেন। এরপরই প্রধানমন্ত্রী লকডাউন বাড়ানো সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
আরও খবর: দেশ থেকে এখনই লকডাউন তোলার কোন চূড়ান্ত সিদ্ধান্ত নয়: কেন্দ্রীয় মন্ত্রী
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শনিবারের বৈঠকের পর লকডাউনের মেয়াদ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন মোদী। কিন্তু শনিবার অবধি অপেক্ষা না করে বুধবারের সর্বদলীয় বৈঠকেই লকডাউন তোলা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। মোদি জানান, আগামী শনিবার এই ব্যাপারে মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি কথা বলবেন। সরকারের উচ্চ পর্যায়ের কমিটিতেও বিষয়েও আলোচনা হবে। তারপর সরকার জানাবে যে আগামী দিনে কী কী ব্যবস্থা নেওয়া হবে।
এ দিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ, শিবসেনার সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, এনসিপি প্রধান শরদ পওয়ার-সহ বিএসপি, লোকজনশক্তি পার্টির সাংসদরাও উপস্থিত ছিলেন।
এর আগে বিশেষ মন্ত্রিগোষ্ঠী মঙ্গলবার বৈঠকে বসে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছাড়াও অন্যান্য হেভিওয়েট মন্ত্রীরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই আরও এক মাস স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, সিনেমা হল, ধর্মীয় জমায়েতের উপর নিয়ন্ত্রণ জারি রাখার প্রস্তাব দিয়েছেন মন্ত্রীরা। স্কুল-কলেজগুলিতে কিছু দিনের মধ্যে গরমের ছুটি পড়বে। সেই কারণেই আরও এক মাস সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পক্ষে সুপারিশ করেছেন মন্ত্রীরা। মন্ত্রিগোষ্ঠীর ওই সুপারিশ থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, করোনা মোকাবিলায় চলা দেশব্যাপী লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে।
আরও খবর: সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আরও চার সপ্তাহ বন্ধ রাখার সুপারিশ মন্ত্রিগোষ্ঠীর
২৪ মার্চ তিন সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। যা ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা। প্রায় দুসপ্তাহ লকডাউন চললেও দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। সময় যত গড়াচ্ছে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে পরপর চারদিন নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০০-র বেশি হয়েছে।
ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, তেলঙ্গানার মুখ্যমন্ত্রীরা নিজেদের রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য কেন্দ্রকে প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছিলেন সেই প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, দেশের স্বার্থের কথা মাথায় রেখে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।