শুভদীপ শর্মা, মৌলানি : প্রথম দিন র্যাশন বণ্টন ঘিরে চরম অব্যবস্থা ও ভিড় থাকলেও মাল ব্লকের মৌলানিতে দ্বিতীয় দিন থেকে সুশৃঙ্খল ও নিয়মমাফিক দূরত্ব বজায় রেখে গ্রাহকদের র্যাশন নিতে দেখা গেল।
বৃহস্পতিবার সকাল থেকেই মৌলানি বাজারে থাকা দুটি র্যাশন দোকানের সামনে লম্বা লাইন ছিল। তবে তা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে নির্দিষ্ট করে দেওয়া নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে।
স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুমণি রায় বর্মন গোটা বিষয়টি খতিয়ে দেখেন। পাশাপাশি ক্রান্তি ফাঁড়ির পুলিশের তরফে প্রতিটি র্যাশন দোকানেই পুলিশ মোতায়েন ছিল।