শিবশঙ্কর সূত্রধর, কোচবিহার: ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোচবিহারে দুটি মামলার শুনানি হল। মঙ্গলবার কোচবিহার জেলা ও দায়রা জজ সুকুমার রায় দুটি মামলার শুনানি দেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, সিতাই ও সাহেবগঞ্জ থানার দুটি মামলার শুনানি ছিল আজ। লকডাউনের জেরে সমস্যা দেখা দেওয়ায় এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমেই দুটি মামলার শুনানি হয়। কোচবিহার থেকে সরকারি পক্ষের আইনজীবী অজয়কুমার গুহ নিয়োগী, অভিযুক্তদের পক্ষে দিনহাটা থেকে আইনজীবী শুভময় সাহা এবং জেলা ও দায়রা জজ সুকুমার রায় তার নিজস্ব চেম্বারে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি দেন।
প্রসঙ্গত, সিতাইয়ে খুন এবং সাহেবগঞ্জে এক মহিলাকে শ্লীলতাহানি, খুনের চেষ্টা এবং সোনার হার ছিনতাইয়ের ঘটনার দুটি মামলা চলছিল। প্রথম ক্ষেত্রে অভিযুক্তরা অনলাইনে জামিনের আবেদন জানান। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে দেন বিচারক।
অন্যদিকে, সাহেবগঞ্জের ঘটনায় অভিযুক্তরা আগাম জামিনের আবেদন জানান। এদিন সমস্ত বিষয় খতিয়ে দেখে তাদের জামিন মঞ্জুর করা হয়।
এই বিষয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অরিন্দম চট্টোপাধ্যায় বলেন, ‘কোচবিহারে প্রথমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার নিষ্পত্তি করা হল। এটি গুরুত্বপূর্ণ বিষয়।’