বীরপাড়া ও জটেশ্বর : সরকারী ঘোষণা মোতাবেক বুধবার থেকে শুরু হয়ে গেল বিনামূল্যে সরকারি র্যাশন সামগ্রী বণ্টন। তবে সামগ্রী কম দেওয়ার অভিযোগে জেলার একাধিক জায়গায় র্যাশন দোকানের সামনে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।
বুধবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁওয়ের একাধিক র্যাশন দোকানের সামনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রাপ্যের চেয়ে কম পরিমাণে চাল, আটা দেওয়া হচ্ছে।অনেকেই আবার আতপ চাল বিলি নিয়ে প্রতিবাদ করেন।
উত্তর দেওগাঁওয়ের বাসিন্দা হীতেন বর্মন বলেন, “সরকারি নির্দেশ মেনে নির্দিষ্ট পরিমানে জিনিসপত্র দেওয়া হচ্ছে না।” ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ। ঝামেলা হয় ঝাড়বেলতলী গ্রামেও। ঝাড়বেলতলীর গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু বর্মন বলেন, “ডিলারের সঙ্গে কথা হয়েছে। স্লিপ বিলি করা হচ্ছে। নির্দিষ্ট পরিমাণ জিনিসপত্রই পাবেন উপভোক্তারা। তবে সেগুলি দু’টি সপ্তাহে ধাপে ধাপে দেওয়া হবে।”
জটেশ্বর বাজারের ২১২ নম্বর রেশনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। সরকারি ঘোষনার পরেও ওই রেশন দোকানে ৫ কেজির পরিবর্তে ২ কেজি আতপ চাল ও গম দেওয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ।
গ্রাহকদের অভিযোগ, পুলিশ এসেও কোনও সুরাহা করতে পারেনি। স্থানীয় মহিলা সন্ধ্যা বর্মন ও সুনিতা বর্মনের অভিযোগ, সরকারি নির্দেশ না মেনে ওই দোকান ২ কেজি আতপ চাল ও গম দিচ্ছে। এমন সময়ে আতপ চাল খেলে আরও বেশী সর্দি-কাশি শুরু হবে। গম ভাঙ্গাবই বা কোথায়?