উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে দেখা গেল না লকেট চট্টোপাধ্যায়কে। সেই বিষয়কেই সামনে রেখে সোমবার এক টুইট বার্তার মাধ্যমে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুলেন ঘোষ। টুইটে তিনি লেখেন, ‘ভবানীপুর উপ-নির্বাচনের প্রচারে যোগ না দেওয়ায় আপনাকে (লকেট চট্টোপাধ্যায়) ধন্যবাদ। বিজেপি বারংবার বলা সত্ত্বেও ‘তারকা প্রচারক’ হিসেবে আপনি যোগ দেননি। বন্ধু হিসাবে আপনার ভালো চাই। যেখানেই থাকুন, ভালো থাকুন। পৃথিবীটা খুব ছোট। আশা করি পুরোনো সেই দিনের মুহূর্তগুলো আবার ফিরে আসবে, যখন আপনি রাজনীতির ইনিংস শুরু করেছিলেন।’
You should focus on ensuring that Mamata Banerjee doesn’t lose from Bhabanipur. https://t.co/VsDKrGEEjR
— Locket Chatterjee (@me_locket) September 27, 2021
কুনাল ঘোষের এহেন টুইট ঘিরে শুরু রাজনৈতিক জল্পনা। বাবুলের পর কি এবার লকেট? রাজনৈতিক মহলে এই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে। তবে কি এবার গেরুয়া শিবিরের সংশ্রব ত্য়াগ করতে চলেছে লকেট চট্টোপাধ্যায়। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় অবশ্য সমস্ত জল্পনায় জল ঢেলে কুনাল ঘোষকে এক প্রকার খোঁচা দিয়ে পালটা টুইট করলেন। কুনাল ঘোষের টুইটের পালটা টুইটে তিনি লেখেন, ‘ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে না যান সে বিষয় নিশ্চত করুন আগে।’