নয়াদিল্লি: এবার বাংলার মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়(Locket chatterjee)। রবিবার দিল্লির নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে অখিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী। তাঁর কথায়, দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে চরম আপত্তিজনক মন্তব্য করেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে।’ পাশাপাশি, তাঁর ক্যাবিনেটের মন্ত্রী অখিল গিরিকে বরখাস্ত করা উচিত বলেও মন্তব্য করেন বিজেপি নেত্রী।
কেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন লকেট। তিনি আরও বলেন, ‘দিল্লিতে এসে ক্ষমা চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসসি-এসটি নিয়ে অনেক মন্তব্য করে তাঁর সরকার অথচ মন্ত্রীদের মানসিকতা এইরকম। তৃণমূলের সংস্কৃতিই এরকম।’