নয়াদিল্লি : করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। দেশে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ইতিমধ্যেই দেশে ১২ জনের মৃত্যু হয়েছে। করোনা মোকাবিলায় বিভিন্ন রাজ্যে জারি হয়েছে লকডাউন। এবার পশ্চিমবঙ্গের একাধিক সাংসদ নিজেদের তহবিলের টাকা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের হাতে তুলে দেওযার কথা ঘোষণা করলেন।
এদিন হুগলির সাংসদ ও বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় নিজের সাংসদ কোটার এক কোটি টাকা হুগলির জেলাশাসকের হাতে তুলে দেন। জেলাশাসক ওয়াই রত্নাকর রাওকে তিনি এই সংক্রান্ত মেলও পাঠান। এই প্রসঙ্গে একটি ভিডিও বার্তায় লকেট বলেন, ‘আমি আমার সাংসদ কোটা থেকে এক কোটি টাকা জেলা প্রশাসনকে দিয়েছি। এই টাকা জেলা প্রশাসন মাস্ক কেনা, আইসোলেশন তৈরি সহ যে কোনও কাজে ব্যবহার করতে পারেন।’ পাশাপাশি তিনি সকলকে বাড়িতে থাকার অনুরোধ জানান।
পুরুলিয়ার সাংসদ জ্যোর্তিময় মাহাতোও ৫০ লক্ষ টাকা জেলাশাসকের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন। জেলাশাসককে একটি চিঠিও দেন তিনি। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকও তাঁর তহবিলের ৫০ লক্ষ ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৩০ লক্ষ টাকা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের হাতে তুলে দেওয়ার কথা জানান। বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ সাংসদ তহবিলের ৮০ লক্ষ টাকা জেলাশাসকের হাতে তুলে দেন।