নয়াদিল্লি: নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল বাদল অধিবেশন। ১৩ অগাস্ট অর্থাৎ শুক্রবার বাদল অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। তবে বিরোধীদের বিক্ষোভ, হইহুল্লোরের মধ্যে প্রত্যাশা মতো কাজ হয়নি। বুধবারই বাদল অধিবেশনের সমাপ্তি ঘটে।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, বিরোধীদের বিক্ষোভের জেরে এবারের অধিবেশনে মাত্র ২২ শতাংশ কাজ হয়েছে। নির্ধারিত সময়ের আগেই অধিবেশন শেষ হওয়া প্রসঙ্গে তিনি জানান, পেগাসাস ইস্যুতে বিরোধী এবং সরকারের সংঘাতে সংসদের কাজ একপ্রকার অচল। অন্যদিকে, রাজ্যসভায় বিরোধীদের আচরণে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই সংসদে শুরু হয়েছিল বাদল অধিবেশন। এরপর থেকেই পেগাসাস, নয়া কৃষি আইন, দ্রব্যমূল্যের দামবৃদ্ধি সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধের সরব হয়েছিলেন বিরোধীরা। শুরু থেকেই প্রায় প্রত্যেকদিন মুলতুবি থেকেছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের অধিবেশন।