লাটাগুড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উলটে গেল বালি বোঝাই একটি লরি। শুক্রবার ঘটনাটি ঘটেছে বড়দিঘি-লাটাগুড়ি গামী রাজ্য সড়কে নেওরা ব্রিজের কাছে। জানা গিয়েছে, বড়দিঘির দিক থেকে এদিন বালি বোঝাই লরিটি লাটাগুড়ির দিকে আসছিল। সেই সময় অপরদিক থেকে আসছিল একটি ডাম্পার। রাস্তা ছোট থাকায় পাশ কাটাতে গিয়ে লরিটি রাস্তার পাশে খাদে উলটে যায়। ঘটনায় কেউ আহত হয়নি। অক্ষত রয়েছেন গাড়িচালক দুলাল রায়ও। খবর পেয়ে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়।