সামসী: চালের বস্তা বোঝাই লরি আটক করল পুলিশ। মঙ্গলবার বিকেলে মালদার সামসীর(Samsi) কান্ডারণ থেকে লরিটি আটক করা হয়। সেখান থেকে প্রায় ২০০ বস্তা চাল বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে কান্ডারণ এলাকার গ্রামীণ রাস্তায় চালবোঝাই লরিটির চাকা বসে যায়। মুহূর্তের মধ্য়ে হুড়মুড়িয়ে একের পর এক চালের বস্তা মাটিতে পড়তে থাকে। তা দেখে ভিড় জমান আশপাশের লোকজন। চালের বস্তাগুলি কোথা থেকে আনা হয়েছিল? এর মালিকই বা কে? স্থানীয় বাসিন্দারা তা জিজ্ঞাসা করতেই সেখান থেকে পালিয়ে যায় লরিচালক। এরপরই পুলিশকে খবর দেন বাসিন্দারা।
ঘটনাস্থলে পৌঁছোয় সামসী ফাঁড়ি ও চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী। বাজেয়াপ্ত করা হয় চালের বস্তাগুলি। স্থানীয়দের অনুমান, এগুলি র্যাশনের চাল। তা পাচার করা হচ্ছিল। তাই জিজ্ঞাসাবাদ করতেই চালক পালিয়ে যায়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল।