নাগরাকাটাঃ কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে সপরিবারে ফ্যাক্টরির গেটের সামনে ধর্ণায় বসে পড়েছেন এক শ্রমিক পরিবার। ঘটনাটি ঘটেছে নাগরাকাটার(Nagrakata) ক্যারন চা বাগানে। শুক্রবার থেকে পরিবারটির মোট ৭ সদস্য মিলে ধর্ণা শুরু করেছেন। এর মধ্যে শ্রমিকের শয্যাশায়ী বৃদ্ধা মা ও রয়েছেন। তাঁরা ন্যায় বিচার চাইছেন।
যে শ্রমিক দম্পতি সপরিবারে ধর্ণা শুরু করেছেন তাঁদের নাম সুনীল বাসনেট ও আশা বাসনেট। সুনীলের বক্তব্য, বাগানের বর্তমান পরিচালকরা ফ্যাক্টরির পুরনো জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে এমন কথা তিনি তাঁর মালিককে জানিয়েছিলেন। বাগানের স্বার্থেই এমনটা করেছিলেন বলে তাঁর দাবি। এই বিষয়টি জানতে পেরে তাঁকে দিন সাতেক আগে আক্রোশবশত কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। অন্যদিকে দু দিন আগে তাঁর স্ত্রী কেও কাজ থেকে বসিয়ে দেওয়া হয় বলে সুনীলের অভিযোগ। তিনি বলেন, রুটি রুজি হারিয়ে আমরা সপরিবারে পথে বসেছি। এর ন্যায় বিচার চাইছি। প্রয়োজনে লাগাতার ধর্ণা চালিয়ে যাব। বাগানের অরুণ চিকবরাইক নামে এক শ্রমিক বলেন, ওঁদের যেভাবে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তা কেউই মেনে নিতে পারছি না। বাগান পরিচালকরা অবশ্য যাবতীয় অভিযোগ খন্ডন করেছেন।
বাগানের ম্যানেজার প্রণব রায় বলেন, ফ্যাক্টরিতে কর্মরত ওই শ্রমিক ঠিক মতো কাজ করতেন না। শুধু মোবাইল নিয়েই ব্যস্ত থাকতেন। তাঁকে সতর্কও করা হয়। এতে কাজ না হওয়ায় ফিল্ডে ৮ ঘন্টা কাজের নির্দেশ দেওয়া হয়। তা তিনি মানতে রাজী নন। কাউকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ মিথ্যে। ওঁর স্ত্রীর বিষয়টি সম্পূর্ণ পারিবারিক। বর্তমানে ফ্যাক্টরি সংস্কারের কাজ চলছে। তাই পুরনো ভাঙাচোরা কিছু জিনিসপত্র সরানো হচ্ছে। শ্রমিক স্বার্থে বাগান কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।